Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
'শেখ রাসেল পদক ২০২২' এর জন্য আবেদন আহবান প্রসঙ্গে
বিস্তারিত

             স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেল জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আগামী 18 অক্টোবর 2022 দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। উক্ত দিবস উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শেখ রাসেল 2022 প্রদান করার জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

পুরস্কারঃ প্রতিটি গ্রুপে ০১ টি ল্যাপটপ ও ২২ ক্যারেটের ০১ ভরি স্বর্ণ ।

            ব্যক্তি পর্যায় ৮ (আট) টি পুরস্কার

                                 শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, শিল্পকলা ও সংস্কৃতি, ক্ষুদে প্রোগ্রামার, ক্ষুদে উদ্ভাবক, ক্ষুদে লেখক।

            প্রাতিষ্ঠানিক পর্যায় ২(দুই) টি বিষয়

                                    ডিজিটাল স্কুল, ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে।

                        দুইটি ক্যাটাগরিতে মোট ১০ (দশ) টি পুরস্কার।

আবেদনের সময়-১০ জুন ২০২২ থেকে ৯ জুলাই ২০২২ তারিখ ১১.৫৯ মিনিট।

বয়স- অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু কিশোর

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য মেইল সংযুক্তি অথবা নিম্নের লিংক ভিজিট করা যেতে পারে।

            লিংক- www.sheikhrussel.gov.bd

          লিংক- www.award.sheikhrussel.gov.bd

          লিংক- www.doict.gov.bd

            লিংক-www.ictd.gov.bd

ছবি
প্রকাশের তারিখ
09/06/2022
আর্কাইভ তারিখ
10/07/2022